আয়মান-ঢলুয়ার জল-কাঁদায় বেড়ে ওঠা তরুণ কবি ও আবৃত্তি শিল্পি সৌহার্য্য ওসমান’র একক কাব্যগ্রন্থ “জলঘুমে অথরা” প্রকাশিত হচ্ছে আগামী একুশে বই মেলায়। আবৃত্তি দিয়ে তার শুরু হলেও এক যুগেরও বেশি সময় ধরে তিনি নিরবিচ্ছিন্ন কবিতা চর্চা করছেন। তার কবিতায় প্রেম-বিরহ এক নতুন মাত্রা লাভ করেছে। নগর কেন্দ্রীক চলমানতা ও গ্রামীন প্রাকৃতি তার কবিতার অন্যতম অনুষঙ্গ। শব্দ ব্যবহারে নতুনত্ব তার কবিতায় ভিন্নমাত্রা যোগ করেছে। আশা করি পাঠক তার কবিতায় নতুনের স্বাদ পাবেন।
কাব্যগ্রন্থটি প্রকাশ করছে: প্রিন্ট পোয়েট্রি
প্রচ্ছদ করেছেন: সারাজাত সৌম
আপনার মতামত লিখুন :