মুক্তাগাছায় নিরাপদ সড়কের দাবীতে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০১৮, ৩:১০ PM /
মুক্তাগাছায় নিরাপদ সড়কের দাবীতে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান

নিরাপদ সড়ক চাই দাবীতে শিক্ষার্থীদের দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার মুক্তাগাছার মহাসড়কে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ঢল নামে।

সকাল ১০ টায় স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড ঝুলিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ দাবীতে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলে গোটা এলাকা। এ ছাড়াও স্কুল ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা ট্রাফিক কার্যক্রমও পরিচালনা করে। মোটর বাইক, প্রাইভেট কার, সিএনজি অটোরিক্সা ড্রাইভিং লাইসেন্স চেকিং ও সারিবদ্ধভাবে যাতায়াতের ব্যবস্থা করেন।

মুক্তাগাছায় নিরাপদ সড়কের দাবীতে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান
মুক্তাগাছায় নিরাপদ সড়কের দাবীতে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষার্থীরা জাতীয় ইস্যু ছাড়াও মুক্তাগাছা পুরাতন বাসস্ট্যান্ড থেকে বাসস্ট্যান্ড নতুন বাজার পৌর বাস টার্মিনালে স্থানান্তর ও সিএনজি অটোরিক্সার ভাড়া নৈরাজ্য বন্ধের দাবী জানান।

এ সময় মহাসড়কে বিশৃঙ্খলা ঠেকাতে মুক্তাগাছা থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেন। এদিকে শিক্ষার্থীরা লাইসেন্স ও ফিটনেস বিহীন সকল যানবাহন আটক করে থানায় সোপর্দ করেন। অন্যদিকে, সকাল থেকে মুক্তাগাছা থেকে ঢাকাগামী দুরপাল্লার কোন গণপরিবহন ছেড়ে যায়নি। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।