জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: মুক্তাগাছায় এ্যাডভোকেসি প্ল্যানিং সভা


F.Taj প্রকাশের সময় : জুলাই ১১, ২০১৮, ৪:২৩ PM /
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: মুক্তাগাছায় এ্যাডভোকেসি প্ল্যানিং সভা

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে বুধবার এ্যাডভোকেসি প্ল্যানিং মিটিং অনুষ্ঠিত হয়।

সকালে পৌরসভা হলরুমে মেয়র শহীদুল ইসলামের সভাপতিত্বে সচিব ইউনূছ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ১ম প্যানেল মেয়র রিয়াজ উদ্দিন সিরাজ, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা: গোলাম মাওলা, প্রবীন শিক্ষক মোখলেছুর রহমান, ইমাম আবুল কালাম আজাদ, শহীদ স্মৃতি সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক আ: কাদির, মহাবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আশরাফুল আলম, ওয়ার্ল্ডভিশন প্রোগ্রাম অফিসার মৌসুমী আক্তার, প্যানেল মেয়র বুলবুলি আক্তার, কাউন্সিলর আসমা বেগম, বজলুর রহমান, মঞ্জুরুল হক, আ: হাকিম, আমজাদ হোসেন, পৌরসভার হিসাবরক্ষক এমএ বারী আকন্দ, মানসুরাতুন নাহার সুমি, সাবিনা ইয়াছমীন, শিখা রাণী প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও. খোন্দকার নুরুল আলম। উল্লেখ্য, আগামী ১৪ জুলাই সারাদেশ ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।