বৃহত্তর ময়মনসিংহে বুধবার থেকে পরিবহন ধর্মঘট


F.Taj প্রকাশের সময় : মে ২৮, ২০১৮, ৮:২১ PM /
বৃহত্তর ময়মনসিংহে বুধবার থেকে পরিবহন ধর্মঘট

ময়মনসিংহের ছয় জেলায় ৩০ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহের প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ও উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আমিনুল হক শামীম এ ধর্মঘটের ডাক দেন। এসময় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ মে তুচ্ছ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪০টি গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ রয়েছে।