ময়মনসিংহের ছয় জেলায় ৩০ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহের প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ও উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আমিনুল হক শামীম এ ধর্মঘটের ডাক দেন। এসময় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ মে তুচ্ছ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪০টি গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন :