মুক্তাগাছা ও ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২


F.Taj প্রকাশের সময় : মে ২৩, ২০১৮, ৪:২৩ PM / ০ Views
মুক্তাগাছা ও ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

মুক্তাগাছা ও ময়মনসিংহে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে মুক্তাগাছা উপজেলার কলাকান্দা গ্রামের রৌয়াবিলে ও ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া সিরামপুর নাত্তাকুড়ি বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মুক্তাগাছা উপজেলার কলাকান্দা গ্রামের রৌয়াবিলে মাছ ধরতে গিয়ে জেলে এরশাদ (২৬) ও প্রায় একই সময়ে ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া সিরামপুর নাত্তাকুড়ি বিলে কৃষক আব্দুল সেকাব (৬০) বজ্রপাতে নিহত হন। নিহত এরশাদের বুক থেকে মাথা পর্যন্ত পুড়ে গেছে। একইভাবে আব্দুল সেকাবের মুখের থুতনি থেকে বুক পর্যন্ত পুড়ে গেছে।