মুক্তাগাছায় পুত্রের আঘাত সহ্য করতে না পেরে পিতার আত্মহত্যা


F.Taj প্রকাশের সময় : মে ৬, ২০১৮, ৩:৪১ PM /
মুক্তাগাছায় পুত্রের আঘাত সহ্য করতে না পেরে পিতার আত্মহত্যা

মুক্তাগাছার পল্লীতে পুত্রদের আঘাত সহ্য করতে না পেরে ষাটোর্ধ এক পিতা আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমপুর ইউনিয়নের আতরের মোড় এলাকায়।

জানা যায় ষাটোর্ধ আব্দুল বাতেন রবিবার সকালে তার ঔরসজাত পুত্র সারোয়ার ও আনোয়ারের সাথে পারিবারিক কলহের জের ধরে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে পিতা আব্দুল বাতেনের ওপর চড়াও হয়ে শরীরে আঘাত করে। এ আঘাত সহ্য করতে না পেরে নিজ ঘরে রাখা বিষ পান করে আত্মহত্যা করে। অবস্থার বেগতিক দেখে এলাকাবাসী আব্দুল বাতেনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখার সময় থানায় অপমৃত্যু মামলা ও লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিল।