প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে আটে উঠেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর আজ নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আটে উঠেছে বাংলাদেশ। এই হালনাগাদে বাদ হয়ে গেছে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ শতাংশ।
হালনাগাদের আগে ৭২ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে আট নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশ ৭১ পয়েন্ট নিয়ে ছিল নয় নম্বরে। ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল ১ পয়েন্ট।
আপনার মতামত লিখুন :