মুক্তাগাছায় মহান মে দিবস পালিত


F.Taj প্রকাশের সময় : মে ১, ২০১৮, ২:১২ PM /
মুক্তাগাছায় মহান মে দিবস পালিত

র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তাগাছা মটর শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, ওয়েল্ডিং শ্রমিক, রং-মিস্ত্রি শ্রমিক, হোটেল শ্রমিক, কাঠমিস্ত্রি, অটো-টেম্পো, শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে দিবসটি পালন করেছে।

সকালে মুক্তাগাছা মটর শ্রমিক ইউনিয়নের ব্যানারে একটি র‌্যালী সারা শহর প্রদক্ষিণ করে স্থানীয় ডাক-বাংলো মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ -৫, মুক্তাগাছা আসনের এমপি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি।

মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. বদর উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা এমদাদুল হক যদু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ তারেক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্রাম আলী ভুলু, সাধারণ সম্পাদক আঃ হান্নান, সাবেক সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান পেল্টু প্রমূখ।