মুক্তাগাছা শহরের পয়ারকান্দি এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রিয়াংকা দাস (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে বাড়ীর ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে তার মৃত্যু হয়।
জানা যায়, চট্টগ্রামের উৎপল দাস মুক্তাগাছা শহরের পয়ারকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুপুরে প্রিয়াংকা দাস কাপড় শুকাতে গেলে ছাদের উপড়ে থাকা ১১ হাজার ভোল্টের বিদুত্যের তার ভেজা কাপড়ের সাথে স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মুক্তাগাছা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও মুক্তাগাছা থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আপনার মতামত লিখুন :