মুক্তাগাছা পৌরসভার ৪ টি রাস্তা, ২টি ড্রেন উন্নয়ন কাজ, প্রডাকশন টিউবওয়েল স্থাপন ও ১১০০ টি পানির মিটার সরবরাহ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে এ সকল উন্নয়ন কাজ যৌথভাবে উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি ও পৌর মেয়র মোঃ শহীদুল ইসলাম শহীদ।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী শাজাহান কবীর, মোঃ সাদেক, জাতীয়পার্টি নেতা সুলতান মাস্টার, কাউন্সিলর মির্জা আবুল কালাম, আহসান হাবীবুল্লাহ প্রমুখ।
সুত্র যায়, ৩য় নগর পরিচলন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্পের আওতায় মুক্তাগাছা পৌরসভার সূর্যকান্ত রোড (৫২৮ মিঃ)ও ড্রেন (১৪৭৯মিঃ), যুগেন্দ্র নারায়ন রোড (৬৪৫মিঃ) ও ড্রেন (১৪১৫ মিঃ), দূর্গা প্রসাদ বল রোড (১৩০৮ মিঃ), নবীন দাস রোড (২৫২৭ মিঃ) ও নগর পরিচলন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্পের আওতায় একটি প্রডাকশন টিউবওয়েল ও ১১০০ টি পানির মিটার সরবরাহ স্থাপনে ব্যয় ধরা হয় প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা।
আপনার মতামত লিখুন :