‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছার সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে হাসপাতালের অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম শামছুজ্জামান সেলিম। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, ডিপিএস ডাঃ মনিরুজ্জামান, সিনিয়র মেডিক্যাল অফিসার ডাঃ গোলাম মাওলা, ডাঃ উৎপল সরকার, ওয়ার্ল্ডভিশন মুক্তাগাছার প্রোগ্রাম অফিসার মোঃ রাশেদুল আলম প্রমূখ।
আপনার মতামত লিখুন :