মুক্তাগাছায় প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত


F.Taj প্রকাশের সময় : মার্চ ৩০, ২০১৮, ৮:১৫ PM /
মুক্তাগাছায় প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বাংলাদেশ নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায় মুক্তাগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে শুক্রবার বিকালে স্থানীয় আরকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রীতি ম্যাচে অংশ গ্রহন করে ঈশ্বরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা প্রমিলা ফুটবল একাদশ ও মুক্তাগাছা উপজেলা ক্রীড়া সংস্থা প্রমিলা ফুটবল একাদশ।

খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা প্রমিলা ফুটবল একাদশ ১-০ গোলে মুক্তাগাছা উপজেলা ক্রীড়া সংস্থা প্রমিলা ফুটবল একাদশকে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা রেফারি এসোসিয়েশনের সভাপতি দেবাশীষ ঘোষ বাপ্পী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, সাংবাদিক তাজুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সালাহউদ্দিন, মঞ্জুরুল হক, আশুতোষ সরকার, কোচ নাজিম আহমেদ, সহকারি কোচ মজিবুর রহমান মন্টু, ম্যানেজার অশোক পাল প্রমূখ।

খেলায় রেফারি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুলতান আহাম্মেদ, সুমন চন্দ্র দে ও আশিক।