চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০১৮, ১:৪৫ PM /
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী এলাকায় দুইটি কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আকতার হোসেন (২৭) এবং ফখরুল ইসলাম (৩০)।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান, পশ্চিম মাদারবাড়ী এলাকার হোটেল রয়েল প্যালেসের সামনে কাভার্ডভ্যান থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ করার সময় অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে এসে দুই শ্রমিককে ধাক্কা দেয়। দুটি কাভার্ডভানের মাঝে পড়ে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে মারা যান।

এবং/শাজা/ডেস্ক