‘ফেসবুকে প্রশ্নফাঁসের বিষয়টি সত্য নয়, গুজব’


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০১৮, ১২:৩৭ PM /
‘ফেসবুকে প্রশ্নফাঁসের বিষয়টি সত্য নয়, গুজব’

এবং প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষার শুরুর কিছুক্ষণ পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেটের প্রশ্নফাঁস হওয়ার খবর বেরিয়েছে। তবে বিষয়টি মিথ্যা এবং গুজব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে দ্বিতীয় বারের মতো সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ফেসবুকে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেটের প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে পোস্ট করা হয়েছে, এটি মিথ্যা এবং গুজব। প্রশ্নের মতো দেখতে হলেও এর সঙ্গে আমরা আজকের পরীক্ষার প্রশ্ন মিলিয়ে দেখেছি, কোনো মিল নেই।

এবং/শাজা/ডেস্ক