নাফ নদের কান্না


Saniya প্রকাশের সময় : মার্চ ৯, ২০১৮, ৭:৪৫ PM /
নাফ নদের কান্না

গগন বিদারী চিৎকার আর হাহাকার,
পারেনি কেউ রুখতে সব একাকার,
মাইনের পর মাইন সব সীমানা ছাড়িয়ে,
তবে কি সব মানবতার বিপক্ষে!!

নাফ নদের চিৎকার আর কান্না,
ধেয়ে আসে মানুষের হাহাকার,
মৃত্যুর জোয়ারের বন্যা,
পারেনি রুখতে এই হাহাকার!!

গনতন্ত্রের বুকে কলঙ্ক,
কস্টের দুরুদুরু বাষ্প,
রুখতে পারে নি কেউ,
এই কি তবে পৃথিবীর মানবতা!!

অসহায় নারীদের কান্না,
অসহায় শিশুদের হাহাকার,
রুখতে পারেনি কেউ,
এই কি তবে পৃথিবীর মানবতা!!