মুক্তিযুদ্ধের সবুজ সংকেত সেই ৭ই মার্চ


Saniya প্রকাশের সময় : মার্চ ৬, ২০১৮, ৫:১৫ PM /
মুক্তিযুদ্ধের সবুজ সংকেত সেই ৭ই মার্চ

সেই অগ্নিঝরা ৭ইমার্চ
যে দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার
ডাক দিয়েছিলেন।
বাঙালির মুক্তির আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি।
প্রস্তুত হতে বলেছেন সেই মুক্তির সংগ্রামের জন্য।
জাতিকে ঐক্যবদ্ধ করেছেন মুক্তির জন্য।
সেই অগ্নিঝরা দিন আজ।
যে দিনে লাখ লাখ মানুষ জড় হয়েছিল সেই বানী শোনার জন্য।
এই অগ্নিঝরা ভাসন জাতি শুনতে পেয়েছিল এই দিনে,
৭ই মার্চ। যেই মার্চ আমাদের দিয়েছে স্বাধীনতার সবুজ সংকেত।
যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকে শত্রুর মোকাবেলা করতে বলেছেন জাতির পিতা শেখ মুজিব।
তিনি জাতির ভরসা ছিলেন তাই তার অগ্নিঝরা ভাষন আজও ১৬ কোটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে।
মানুষ প্রতিবাদ করতে শিখেছে অন্যায়ের।সেই অগ্নিঝরা দিন যেই দিনে জাতির পিতা এই জাতিকে মুক্তির পথ বাতলে দিয়েছিলেন। আর বলেছিলেন এদেশের মাটি থেকে শেষ শত্রুটিকে বিতাড়িত না করা পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাবে। সংগ্রাম করে যাবে।
আর তাই হয়ত ২৫ মার্চ কালরাতে নৃশংস খুনের প্রতিবাদ হিসেবে এ দেশের জনগন যার যেখানে যা আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
সেই অগ্নিঝরা ৭ই মার্চ আজ।
যে দিনে জাতির পিতা জাতিকে মুক্তির সংগ্রামী পথ বাতলে দিয়েছিলেন। আর সেই বানী সেই ভাষন আজ পৃথিবীর প্রামান্য ঐতিহ্য হিসেবে পরিচিতি পেয়েছে।
এ আমাদের ঐতিহ্য,আমাদের গৌরব।
আমাদের মুক্তির ভাসন আমাদের অগ্নিঝরা ভাসন।
এই ৭ইমার্চ।