হে একুশ,
তুমি এক রক্তরঞ্জিত নাম।
যে নামে লুকিয়ে আছে এক ইতিহাস;
যে ইতিহাস এনে দিয়েছে বাংলা ভাষা:
যে ইতিহাস জাগ্রত করেছে এক নতুন প্রেরনা।
আমি সেই একুশের কথাই বলছি,
যে একুশ না আসলে ইতিহাস অমর হত না।
যে একুশ না আসলে ইতিহাসের পাতা ভেজা হত না।
যে একুশ না আসলে গৌরব করতে পারতাম না।
হ্যা সেই একুশ,
এই সেই একুশ!
যার প্রত্যেকটি ইশারায় লুকিয়ে আছে বীরত্বকাব্য।
যার প্রত্যেকটি ব্যাঞ্জনে লুকিয়ে আছে কিছু নাম।
সেই একুশ,
রফিক সালাম বরকত দিয়ে যার ইতিহাস!
সেই একুশ’ এক অমর নামের প্রতিধ্বনি।
হ্যা সেই একুশ!
যে একুশ এনে দিয়েছে একটি মায়ের বুলি,
একটি ভাষা,
যার নাম বাংলা ভাষা,
এই সেই একুশ,
যার নামের সাথে জড়িয়ে আছে সেই মহান উচ্চারন,
রাষ্ট্রভাষা বাংলা চাই!
হ্যা সেই একুশ,
যে এক মহান শিখায় জলন্ত অভিব্যাক্তি।
সেই একুশের কথাই বলছি,
যে এক মহান চেতনার বানী।
একুশ আমার,
একুশ আমার চেতনা।
আমার মায়ের মুক্তির চেতনা,
সেই একুশ।
আপনার মতামত লিখুন :