সাংবাদিক দম্পতি হত্যা রহস্য শিগগিরই উদঘাটনের ইঙ্গিত


F.Taj প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৮, ৩:৪৭ PM /
সাংবাদিক দম্পতি হত্যা রহস্য শিগগিরই উদঘাটনের ইঙ্গিত

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা রহস্য শিগগিরই উদঘাটনের ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, হাইকোর্টের দিক-নির্দেশনায় র‌্যাব এ বিষয়ে কাজ করছে। আমরা মনে করি, তারা শিগগিরই আমাদেরকে আলোকিত করতে পারবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজধানীর পশ্চিম রাজাবাজারে একটি ভাড়া বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

ওই ঘটনার পর ৬ বছর পেরিয়ে গেলেও এখনও খুনীদের শনাক্ত করা যায়নি, উদঘাটিত হয়নি হত্যার রহস্য। এ পর্যন্ত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৫৪ বার পেছানো হয়েছে।