ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-(টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছার উদ্যোগে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মুক্তাগাছার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.বি. মো: শামছুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় হাসপাতালের বর্তমান অবস্থা উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন সনাক মুক্তাগাছার স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ আইয়ুব খান। বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডা: গোলাম মওলা, সনাক সদস্য মাহবুবুল আলম রতন, হেলাল উদ্দিন নয়ন প্রমুখ।
আপনার মতামত লিখুন :