আবদুল হামিদ রাষ্ট্রপতি পুননির্বাচিত


F.Taj প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০১৮, ৬:৪৬ PM /
আবদুল হামিদ রাষ্ট্রপতি পুননির্বাচিত

দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হয়েছেন।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ ঘোষণা দেন। আবদুল হামিদের জমা দেওয়া মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত ঘোষণা করেন সিইসি।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি কে এম নুরুল হুদা। আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহন করতে পারেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গেজেট আজই হয়ে যাবে। এ সময় চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।