মুক্তাগাছায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২


F.Taj প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০১৮, ৪:২২ PM /
মুক্তাগাছায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

মুক্তাগাছায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম ইলিয়াছকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে মুক্তাগাছা থানা পুলিশ।

বুধবার ভোর রাতে শহরের মধ্যহিস্যা এলাকায় তার নিজ বাস ভবন থেকে আটক করা হয়। ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার সন্দেহজনক আসামী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সোমবার একই মামলায় এজাহারভুক্ত আসামী হুমায়ুন কবির নামে এক যুবদলকর্মীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার এসআই ওয়াজেদ জানান, আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।