ময়মনসিংহে তিনটি থানার পুলিশ অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ছয়জন আসমিকে গ্রেপ্তার করেছে।
শনিবার ভোরে জেলার ফুলবাড়ীয়ায়, মুক্তাগাছায় এবং পাগলা থানার বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুরে গ্রেপ্তারদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুক্তাগাছা থানার এসআই মো. ওয়াজেদ আলী জানান, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তন্মধ্যে ৮টি পরোয়াভুক্ত তিনজন এবং একজন নিয়মিত মামলার আসামি।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :