সিলেট যাচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ


F.Taj প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০১৮, ১১:২২ AM /
সিলেট যাচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ

হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করতে সিলেট যাচ্ছেন জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি।

বৃহস্পতিবার ১২টায় হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশে ঢাকা বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। বিকেলেই ঢাকা ফিরবেন প্রাক্তন এই রাষ্ট্রপতি।

এক দিনের সফরে সিলেট পৌঁছে সরাসরি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন হুসেইন মুহম্মদ এরশাদ। দুপুরে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। মধ্যাহ্নভোজ শেষে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন প্রাক্তন রাষ্ট্রপতি

 সিলেট যাচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ
সালাহউদ্দিন মুক্তি

জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের সফরসঙ্গী হিসেবে সিলেট যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, জাতীয়পার্টির যুগ্ম মহাসচিব ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার,  এমপিসহ আরো একাধিক কেন্দ্রীয় নেতা।

এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি বলেন, হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করা হবে।