বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলার খামারের বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যপী ভলিবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
আয়োজক কমিটি ইয়ং স্টার ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সকালে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
টুর্ণামেন্টে মানকোন-খামারের বাজারকে ২-০, গড়াইকুটি-ফকিরগঞ্জকে ২-০ সেটে পরাজিত করে। ফাইনালে গড়াইকুটি-মানকোণকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, মঞ্জুরুল কাদির, তারা মিয়া, মোজাম্মেল হক, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের সদস্য ফেরদৌস তাজ, হুমায়ূন জাহিদ মনি, আলিম, নাহিদ প্রমূখ।
আপনার মতামত লিখুন :