তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি বলেছেন আমরা এখনও পরিপূর্ণভাবে দুর্নীতি রোধ করতে পারি নাই। তবে অচিরেই দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে পারবো। সে লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), মুক্তাগাছার সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন ও টিআইবি’র যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী তথ্য মেলা ও গণশুনানির অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কমিশনার নাসিম আনোয়ার।
সনাক মুক্তাগাছার সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের আহ্বায়ক মাহবুবুল আলম রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, মুক্তাগাছা পৌরসভার মেয়র শহীদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রাজিবুল আহসান, দুদক ময়মনসিংহের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, টিআইবির সিনিয়র পোগ্রাম অফিসার ফজিলা খানম, অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, মলিণা রানী দত্ত, অধ্যাপক আইয়্যূব খান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমূখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বর্ণাঢ্য র্যালি ও মানবন্ধন, ফিতা কেটে উদ্বোধন ও অতিথিরা স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স্র, হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, প্রকৌশল অফিস, সমাজসেবা অফিস, মধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস ও ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১ প্রতিষ্ঠানসমূহের গণশুনানিতে অংশগ্রহন করে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মুক্তাগাছা পৌরসভা, উপজেলা ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষি অফিস, প্রাণিসম্পদ অফিস, মৎস্য অফিস, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১, কৃষি উন্নয়ন কর্পোরেশন উদ্যান ও কৃষি সেচ, উপজেলা প্রকৌশলী, মুক্তাগাছা থানা, শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরডিবি, পরিবার পরিকল্পনা অফিস, সমবায়, সাব-রেজিস্ট্রি, পোস্ট অফিস, আনসার ভিডিপি উন্নয়ন, নির্বাচন অফিস, প্রকল্প বাস্তবায়ন, হিসাবরক্ষণ, খাদ্য নিয়ন্ত্রক, সমাজসেবা, জনস্বাস্থ্য প্রকৌশল, একটি বাড়ী একটি খামার প্রকল্প অফিস ও সচেতন নাগরিক কমিটিসহ ৩০টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহন করে।
আপনার মতামত লিখুন :