মুক্তাগাছায় রবিবার দৈনিক ইত্তেফাকের মুক্তাগাছা উপজেলা সংবাদদাতা মনোনেশ দাসের উদ্যোগে ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় পৌরসভা মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার এক নং প্যানেল মেয়র রিয়াজ উদ্দিন সিরাজ, কাউন্সিলর মোহাম্মদ আলী , কাউন্সিলর মির্জা হানিফ, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম মাস্টার, উপজেলা সাংবাদিক ফোরাম আহবায়ক ফেরদৌস আলম, সাংবাদিক মোশাররফ হোসেন সরকার, সাংবাদিক ফেরদৌস তাজ, সাংবাদিক এনামুল হক, মোর্শেদুজ্জামান প্রমুখ ।
এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা , শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী প্রমুখ কেক কাটায় অংশ গ্রহণ করেন।
পরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা ছাড়াও দৈনিক ইত্তেফাকের সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
আপনার মতামত লিখুন :