মুক্তাগাছায় ফকির সাহাবউদ্দিন ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


Tajul প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০১৭, ৭:৩৩ PM / ৪১৭
মুক্তাগাছায় ফকির সাহাবউদ্দিন ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্বাধীন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল, সাবেক গণপরিষদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর গাজীপুরের বাসিন্দা ফকির সাহাবউদ্দিনের স্মরনে মুক্তাগাছায় প্রতিষ্ঠিত ফকির সাহাবউদ্দিন স্মৃতি পরিষদ এর আয়োজনে মঙ্গলবার বিকালে ফকির সাহাবউদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ মুক্তাগাছা পদুরবাড়ী হাই স্কুল মাঠে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীবিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংবাদ পাঠিকা তাহমিনা জাকারিয়া ছন্দা, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. বদর উদ্দিন আহমেদ, সাবেক মেয়র আব্দুল হাই আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, আওয়ামীলীগ নেতা কৃষিবিদ নজরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার, সাধারণ সম্পাদক আরিফ রব্বানী, মোঃ রফিকুল ইসলাম বাহাদুর, বিল্লাল উদ্দিন মাস্টার, ইদ্রিস আলী সিরাজী, আব্দুল লতিফ, তোফাজ্জল হোসেন কালাম প্রমুখ। সভাপতিত্ব করেন ফকির সাহবউদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান মাস্টার। এর আগে মন্ত্রী মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তাগাছা পৌরসভা চত্বরে এক পথ সভায় বক্তব্য রাখেন।