জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তভূক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য এতিহ্যের” স্বীকৃতি লাভ করায় শনিবার সকাল ১০টায় মুক্তাগাছা পৌরসভা চত্বর থেকে স্থানীয় এমপি ও তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, জেলা পরিষদ সদস্য বেগম জোসনারা মুক্তি, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ সালাহউদ্দিন কায়জার, ২য় এপিবিএনের পুলিশ সুপার নজরুল হোসেন, ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) রাজিব আহসান ও মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লার নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে। শোভাযাত্রায় উপজেলা প্রশাসন, মুক্তাগাছা পৌরসভা, ২এপিবিএন, মুক্তাগাছা থানা, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, প্রকল্প বাস্তাবায়ন বিভাগ, ভূমি অফিস, মৎস্য অফিস, কৃষি অফিস, যুব উন্নয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা মহাবিদ্যালয়, নগেন্দ্র নারায়ণ আরকে মডেল উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবারুণ বিদ্যা নিকেতন, হামিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়, মুকুল নিকেতন, কিশলয় বিদ্যা পীঠ, ইসলামিক ফাউন্ডেশন, সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এর আগে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
আপনার মতামত লিখুন :