বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সবাইকে আয়কর পরিশোধে এগিয়ে আসতে হবে। আয়কর পরিশোধ আমাদের নৈতিক দায়িত্ব। দেশকে উন্নত করতে হলে করের কোন বিকল্প নেই।
বুধবার সকালে ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে শ্রেষ্ঠ করদাতাদের সম্মানে সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এড. তারেক স্মৃতি অডিটোরিয়াম মিলনায়তনে ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি, জামালপুর সদর আসনের এমপি সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন আহমেদ, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জামালপুরজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, বিশিষ্ট করদাতা মাহবুব রেজা করিম, বাংলাদেশ ট্যাক্স ল-ইয়ার্স এসোসিয়েশনের উপ-মহাসচিব এড. সাদেক হোসেন প্রমূখ।
সভায় ময়মনসিংহ বিভাগীয় কর অঞ্চলের ৪০ জন করদাতাকে কর বাহাদুর উপাধী দিয়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সভায় বিভাগীয় অঞ্চলের কয়েকশ করদাতা অংশগ্রহন করেন।
ফেরদৌস আলম
৮ নভেম্বর ২০১৭
আপনার মতামত লিখুন :