৩৭তম বিসিএসের মৌখিক ও ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এছাড়াও ৩৯তম বিসিএসের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত পিএসসির বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
পিএসসির চেয়ারম্যান বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলতি মাসের ২৯ নভেম্বর শুরু হবে। ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর। আর ৩৯তম বিসিএসের জন্য বিধিমালার সংশোধনের জন্য জনপ্রশাসনে সংশোধনের প্রস্তাব পাঠাবে পিএসসি।’
এটি বিশেষ বিসিএস করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য এ সংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমতির জন্য তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, যোগ করেন তিনি।
আপনার মতামত লিখুন :