ষোড়শ সংশোধনীর রিভিউ বিষয়ে বৈঠক শুরু


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০১৭, ১:৫৬ PM / ৫৪
ষোড়শ সংশোধনীর রিভিউ বিষয়ে বৈঠক শুরু

সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউয়ের বিষয়ে বৈঠক শুরু হয়েছে।

এতে অংশ নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, মাসুদ হাসান চৌধুরী, খন্দকার দিলিরুজ্জামান, অমিত তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রমুখ উপস্থিত আছেন।

রিভিউয়ের বিষয়ে বিভিন্ন আইনগত দিক নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বৈঠকে। সূত্র জানিয়েছে, দু’এক দিনের মধ্যে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ করবে সরকার।