আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই চার-ছক্কার ধুন্ধুমার টুর্নামেন্টের পঞ্চম আসরের পর্দা উঠতে যাচ্ছে।হ্যাঁ, শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে বিপিএলের যাত্রা শুরু হচ্ছে। প্রথমবারের মতো বিপিএল হচ্ছে সিলেটে, পাশাপাশি প্রথমবারের মতো সিলেট দিয়েই বিপিএলের যাত্রা শুরু। স্থানীয়দের আনন্দ দ্বিগুণ করতে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রথম ম্যাচেই মাঠে নামিয়ে দিয়েছে ঘরের দল সিলেট সিক্সার্সকে। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হেভিওয়েট ঢাকা ডায়নামাইটস। দুই দলের জমজমাট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান ও নাসির হোসেন।তবে বলা যায় ভাগ্যবান সিলেটীরা।
১ম ম্যাচের উত্তেজনার পর রাতের অন্ধকারে কৃত্রিম আলোয় মাঠে নামবে আরেক হেভিওয়েট দল রংপুর রাইডার্স। তাদের প্রতিপক্ষ হেভিওয়েট ডিফেন্ডিং রানার্সআপ রাজশাহী কিংস। মাশরাফি ও ড্যারেন স্যামির দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১৮ হাজার। কিন্তু টিকিটের চাহিদা ধারণ ক্ষমতার দ্বিগুণ। তবে বিশ্ব ক্রিকেটের চোখ থাকবে সিলেটের দিকেই।
আপনার মতামত লিখুন :