মুক্তাগাছায় ২দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ২, ২০১৭, ১:৪১ PM / ৫৫
মুক্তাগাছায় ২দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন

জনকল্যাণে রাজস্ব, উন্নয়নের অক্সিজেন রাজস্ব। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ময়মনসিংহ কর অঞ্চল মুক্তাগাছার উদ্যোগে ২দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। মুক্তাগাছা আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট হলরুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি।

ময়মনসিংহ কর অঞ্চলের (সার্কেল-১) উপ-কর কমিশনার আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন কায়জার, ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জিএম মোঃ মকবুল হোসেন, আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, জাতীয় পার্টি নেতা আতাউর রহমান লেলিন, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফেরদৌস আলম, মুক্তাগাছা উপ-কর কমিশনার সৈয়দ হাবিবুল্লাহ, এড. মাহবুবুল আলম খান প্রমুখ। আলোচনা সভার পূর্বে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।মুক্তাগাছায় ২দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি সালাহউদ্দিন আহমেদ মুক্তি বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে মধ্যবিত্ত সকল পেশার মানুষকে করের আওয়তায় আনতে হবে। মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। আয়কর মেলাকে আরও গণমুখী করতে হবে। উল্লেখ্য ২০১৬-২০১৭ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ লক্ষ টাকা বেশি আয়কর উঠেছে। ২০১৭-২০১৮ অর্থ বছরে আয়করের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি টাকা।