মুক্তাগাছায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি


Tajul প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০১৭, ৪:৫২ PM / ৩৭
মুক্তাগাছায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় ইউনাইটেড এন্টারপ্রাইজ এন্ড কোম্পানী কর্তৃক ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। রবিবার সকালে এলাকার কয়েক শত নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভকারীদের পক্ষথেকে বক্তব্য রাখেন, উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও আন্দোলনের সমন্বয়ক জাকির হোসেন বাবুল, মনিরুল ইসলাম খান, কুমারগাতা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য খালেদা আক্তার, লতিফা আক্তার, ইউপি সদস্য শামীম আহমেদ, সাবেক ইউপি সদস্য আহসান হাবিব হবি, মকুট, মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।
সূত্র জানায়, বর্তমান সরকার আগামী বছর থেকে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এ লক্ষ্যে সরকার কয়েকটি কোম্পানিকে বেসরকারিভাবে ডিজেল চালিত ১৭টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়। ওইসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আগামী বছরের মার্চের মধ্যে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা হওয়ার কথা রয়েছে। এ প্রকল্পের আওতায় ইউনাইটেড গ্রুপ ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড নামে ১৩ একর জমি কিনে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করে। এদিকে এলাকাবাসীর আন্দোলনের মুখে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের কাজ বন্ধ রয়েছে।