শনিবার সকালে মুক্তাগাছা থানা পুলিশ ও ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পৃথক ভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করেছে। ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়নের র্যালির নেতৃত্বদেন পুলিশ সুপার (অধিনায়ক) নজরুল হোসেন। র্যালি শেষে ব্যাটালিয়ন ক্যাম্প চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিপুল জনগণ উপস্থিত ছিলেন।
একই সময়ে মুক্তাগাছা থানা পুলিশ আয়োজিত র্যালি শেষে থানা চত্ত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক বিল্লাল হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, ইউএনও সুবর্ণা সরকার, ওসি আক্তার মোর্শেদ, আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুল হক ইদু, আওয়ামীলীগ নেতা মোঃ তারেক, দেবাশীষ ঘোষ বাপ্পী, জাতীয় পার্টির নেতা আতাউর রহমান লেলিন, বড়গ্রাম ইউপি চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর হোসেন খান, মানকোন ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রফিকুল ইসলাম বাহাদুর প্রমুখ।
আপনার মতামত লিখুন :