সাংবাদিক জিসানের ওপর হামলার প্রতিবাদে মুক্তাগাছায় নিন্দা


Tajul প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০১৭, ৩:৫৪ PM / ১৩৩
সাংবাদিক জিসানের ওপর হামলার প্রতিবাদে মুক্তাগাছায় নিন্দা

দৈনিক প্রতিদিনের সংবাদ কক্সবাজারের রামু প্রতিনিধি সাংবাদিক দিদারুল আলম জিসানের ওপর হামলার প্রতিবাদে মুক্তাগাছা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ ইয়াবা ব্যবসায়ী আবু বক্করকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। বিবৃতি দাতারা হলেন মুক্তাগাছা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফেরদৌস আলম (যায়যায় দিন), সদস্য মুক্তিযোদ্ধা চৌধুরী আতা ইলাহী (আমাদের অর্থনীতি), মনোনেশ দাস (ইত্তেফাক), মোশাররফ হোসেন সরকার (খবরপত্র), সাইফুজ্জামান দুদু (রূপবানী), আসাদুজ্জামান তালুকদার (সহঃসম্পাদক ময়মনসিংহ প্রতিদিন), তাজুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), ফেরদৌস তাজ (নবকল্যাণ), এনামুল হক (সংবাদ প্রবাহ), জাহিদুল আলম জুয়েল প্রমুখ।