ময়মনসিংহের মুক্তাগাছায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চলমান আন্দোলনের অংশ হিসেবে রবিবার বেলা ১ টায় বিদ্যুৎ কেন্দ্র এলাকা সত্রাশিয়া হতে নয় মাইলের বাগান এলাকা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয় এলাকার হাজার হাজার নারী-পুরুষ। আয়োজকরা জানান, শব্দ দূষন, বায়ু দূষনসহ সার্বিক পরিবেশ দূষন থেকে রেহাই পেতে ইউনাইটেড এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক ঘনবসতিপূর্ণ এলাকা সত্রাশিয়ায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অন্যত্র স্থানান্তরের দাবীতে নানা কর্মসূচীর অংশ হিসাবে রবিবার মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও আন্দোলন কমিটির সমন্বয়ক মোঃ জাকির হোসেন বাবুল, কুমারগাতা ই্উপি সংরক্ষিত মহিলা আসনের সদস্য খালেদা আক্তার, লতিফা আক্তার, সদস্য শামীম আহমেদ, সাবেক সদস্য আহসান হাবীব হবি, মনিরুজ্জামান, মকবুল হোসেন প্রমূখ।
ইতোমধ্যে আন্দোলনকারীরা পরিবেশ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি, বিবাদমান সমস্যা সমাধানকল্পে স্থানীয় এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময়সভা করেছে আন্দোলনকারীরা। এ অবস্থার প্রেক্ষিতে সংস্থাটির কার্যক্রম বন্ধ রয়েছে।
আপনার মতামত লিখুন :