মুক্তাগাছায় সাউথইস্ট ব্যাংকের ১২৭তম এটিএম বুথ উদ্বোধন


Tajul প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০১৭, ২:৪৪ PM / ৩৩০
মুক্তাগাছায় সাউথইস্ট ব্যাংকের ১২৭তম এটিএম বুথ উদ্বোধন

মুক্তাগাছায় ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়ন চত্বরে সাউথইস্ট ব্যাংকের ১২৭তম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে এটিএম বুথ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অধিনায়ক) মোঃ নজরুল হোসেন। ফিতা কাটা, নাম ফলক উন্মোচন, কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ বুথের উদ্বোধন করা হয়।মুক্তাগাছায় সাউথইস্ট ব্যাংকের ১২৭তম এটিএম বুথ উদ্বোধনঅনুষ্ঠানে বক্তব্য রাখেন ২এপিবিএন এএসপি মনির হোসেন, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার দাস, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মকবুল হোসেন, শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, প্রভাষক আবু রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুজ্জামান সেলিম, কৃষি অফিসার নার্গিস আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা হেলেনা আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম, ওসি আক্তার মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট ব্যাংক লিঃ এর ময়মনসিংহ শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র পুলিশ সুপার আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও পুলিশ সদস্যসহ উপজেলার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।