শ্রদ্ধায় সিক্ত প্রধানমন্ত্রী


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০১৭, ১:৪০ PM / ৫৮
শ্রদ্ধায় সিক্ত প্রধানমন্ত্রী

বিমানবন্দর থেকে গণভবন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে গণভবন যাওয়ার পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানিয়েছেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থেকে দলীয় নেত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন তারা।

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে তিনি লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যান তিনি। অধিবেশন শেষে লন্ডন এসে পিত্তথলীর অপারেশন করান। এরপর চিকিৎসকদের পরামর্শে সেখানে কয়েক দিন বিশ্রাম নিয়ে নির্ধারিত সময়ের পাঁচদিন পর দেশে ফিরলেন তিনি।

বিমানবন্দরে নামার পর এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি রোহিঙ্গা ইস্যু, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ এবং নিজের পিত্তথলীর অপারেশনসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে। সেটা আমাদের ধরে রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমি ওখানে (দেশের বাইরে) থাকলেও দেশের সঙ্গে যোগাযোগ রেখেছি। রোহিঙ্গাদের খোঁজখবর নিয়েছি। এখন তো সবকিছু ডিজিটাল। তাই ওখান থেকেই কাজকর্মও সেরেছি।

প্রধানমন্ত্রী তার পিত্তথলীর অপরেশন সফল হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সুস্থ শরীরে যাতে দেশ পরিচালনা করতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চান। পদ্মা সেতু সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশকে হেয় করা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নানা প্রচারণা চালানো হয়েছে। কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল। আমরা চ্যালেঞ্জ দিয়েছি বিশ্বব্যাংকে। আমরা মানুষের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি। আল্লাহর রহমতে তারা কোনো প্রমাণ দিতে পারেনি।

বাংলাদেশ বিশ্বে একটি মর্যাদা নিয়ে থাকবে সে চেষ্টা সবসময় থাকবে। এক সময় বাংলাদেশের নাম শুনলে বিদেশিরা বলতো ও বাংলাদেশ। বিভিন্ন দুর্যোগ ও দারিদ্র্যের দেশ ছিল বাংলাদেশ। সে অবস্থান থেকে বাংলাদেশ এখন বেরিয়ে এসেছে।
আগামীতে দেশ যাতে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।