মুক্তাগাছায় এমপি সালাহউদ্দিন মুক্তির পূজা মন্ডপ পরিদর্শন


Tajul প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০১৭, ৮:৫৭ PM / ১৭২
মুক্তাগাছায় এমপি সালাহউদ্দিন মুক্তির পূজা মন্ডপ পরিদর্শন

বৃহস্পতিবার রাতে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি মুক্তাগাছা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি ব্যক্তিগত ভাবে ছাপান্ন প্রহর মন্দিরের উন্নয়নের জন্য নগদ ৫০ হাজার টাকা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পীর হাতে প্রদান করেন। এছাড়াও পরিদর্শনকালে প্রত্যেক পূজামন্ডপে নগদ অর্থ প্রদান করেন। পরিদর্শনকালে মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ, ওসি (তদন্ত) মাহবুব আলম, জাতীয় পার্টির নেতা আব্দুল মান্নান, মাহবুবুল আলম, আহসান মাস্টারসহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।