মুক্তাগাছা উপজেলার পদুরবাড়ী এলাকা থেকে ৩৪ হাজার জাল টাকা ও মাইক্রোবাসসহ তিন যুবককে আটক করেছে মুক্তাগাছা থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন ঝালকাঠি জেলার রাজাপুরের সোহাগ মৃধা (২৯), ভোলা জেলার লালমোহনের জামাল শেখ (৩২), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সুমন (২৯)।
বুধবার সন্ধ্যায় পদুরবাড়ী এলাকায় একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস থেকে নেমে উল্লেখিত আসামিরা একটি খাবার হোটেলে অবস্থানকালে তাদের গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক),(খ) ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার আই.ও এসআই মোঃ হুমায়ুন কবির জানান, এ চক্রটি দীর্ঘদিন যাবত জাল টাকার ব্যবসা করে আসছে। আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে ঘটনার সময় কৌশলে গাড়িচালক পালিয়ে যান।
আপনার মতামত লিখুন :