হিন্দি ছবিতে মম


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০১৭, ৬:০২ PM / ৬৪
হিন্দি ছবিতে মম

বাংলাদেশের লাক্স সুন্দরী জাকিয়া বারী মম। নিজের অভিনয়গুণে ইতিমধ্যে ছোট পর্দা ও বড় পর্দায় দর্শকদের মন কেড়েছেন এই মডেল ও অভিনেত্রী এবং পেয়েছেন প্রশংসা। এবার দেশের গন্ডি পেরিয়ে এই অভিনেত্রীকে দেখা যাবে বলিউডের হিন্দি ছবিতে।

প্রথমবারের মতো বলিউডের হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মম। গত ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বই গিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চুক্তির পরদিনই মম-এর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন ছবির পরিচালক ফয়সাল সাইফ। তিনি লিখেছেন, ‘নতুন ছবি, নতুন পথ চলা। শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে।

হিন্দি ছবিতে অভিনয় জাকিয়া বারী মম বলেন, পরিচালক ফয়সাল সাইফ পরিচালনায় ছবিটিতে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আমার হলিউড যাত্রা। দেশের পর্দায় অভিনয় করে দর্শকদের মন যে ভাবে জয় করেছি, আশা করি বলিউডেও আরও ভাল কিছু করতে পারব।প্রয়াত ঋতুপর্ণ ঘোষের গল্প অবলম্বনে সাজানো হয়েছে ছবির গল্প। পরিচালক ফয়সাল সাইফ বলছেন, ‘‘নারীকেন্দ্রিক আমার নতুন এই ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি আমি। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পটিতে বলতে গেলে ছবির মূল চরিত্র মমই। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো হয়েছে।

ছবির নাম ও সহশিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে শুটিংয়ের আগে তাঁদের নাম এবং ছবির নাম ঘোষণা করবেন পরিচালক। এটাই জানিয়েছেন পরিচালক।