জাতীয় শ্রমিক পার্টির নেতা নূরুল আমিন লাল মিয়ার মৃত্যুতে এমপি সালাহউদ্দিন মুক্তির শোক। মুক্তাগাছা শহরের পয়ারকান্দি এলাকার বাসিন্দা উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি, স্থানীয় বন্ধু সমিতির স্বত্তাধিকারী, বিশিষ্ট শ্রমিক নেতা নূরুল আমিন ওরফে লাল মিয়া ড্রাইভার (৫৮) রবিবার সকালে হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে……… রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৫কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। শনিবার রাতে নিজ বাসভবনে হৃদযন্ত্রে আক্রান্ত হলে মুক্তাগাছা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাযান।
তার মৃত্যুতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব, তথ্যমন্ত্রাণলয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন মরহুম লাল মিয়া ছিলেন একজন সামাজিক ও উদার মনের মানুষ। তার চলাফেরা ছিল দলমতের উর্দ্ধে। একজন আদর্শ মানুষ হিসাবে তিনি সদা সৌহার্দ্য বজায় রাখতেন। শ্রমিকদের অধিকার আন্দোলনে তিনি থাকতেন প্রথম সারিতে। ধর্র্মীয় আনুগত্যেও ছিলেন অবিচল। তার মৃত্যুতে মুক্তাগাছা জাতীয় পার্টি ও শ্রমিক ইউনিয়ন অপূরণীয় ক্ষতি হয়েছে। এমপি সালাহউদ্দিন মুক্তি মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :