মুক্তাগাছায় স্কাউটসের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০১৭, ৪:২৪ PM / ৯৬
মুক্তাগাছায় স্কাউটসের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় মুক্তাগাছায় বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের অস্থায়ী কার্যালয় এবং সামাজিক অবক্ষয়রোধে নৈশ শিক্ষা কার্যালয় ও বৃক্ষরোপন কর্মসূচীও উদ্বোধন করা হয় ।

কার্যালয় উদ্বোধন - মুক্তাগাছায় স্কাউটসের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
SAMSUNG CAMERA PICTURES

উদ্বোধন করেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল আয়োজিত ময়মনসিংহ আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তাগাছার এমপি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি ।

মুক্তাগাছায় স্কাউটসের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
বক্তব্য রাখছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

ময়মনসিংহ অঞ্চলের স্কাউটস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এর উপ পরিচালক এএসএম আব্দুল খালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মোহাম্মদ সালাহ্উদ্দিন কাইজার, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি নজরুল হোসেন, স্কাউটসের আঞ্চলিক সভাপতি মো: মাহবুবর রহমান, এডিসি নেত্রকোনা আনোয়ার হোসেন আকন্দ, জামাল উদ্দিন আকন্দ, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।