শিক্ষা ও সংস্কৃতির মানোন্নয়নে গঠিত জাতীয় এনজিও এসপেক্ট ট্রাষ্টের মুক্তাগাছা শাখা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মুক্তাগাছা সাংবাদিক ফোরাম কার্যালয়ে ফোরামের আহ্বায়ক মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে সভায় ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এসপেক্ট ট্রাষ্টের বৃহত্তর ময়মনসিংহের সমন্বয়কারী মুক্তার হোসেনের সঞ্চালনায় সভায় বিভিন্ন পেশাজীবির অন্তত ২০ জন অংশগ্রহন করে।
উপস্থিতির সম্মতিক্রমে সাংবাদিক ফেরদৌস আলমকে সভাপতি ও নাট্যকার, আবৃতিকার ও কবি হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি বিথী সাংস্কৃতিক সংগঠনের পরিচালক মোঃ বিল্লাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জান্নাতুল ফেরদৌস, কোষাধ্যক্ষ সত্রাশিয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, শিক্ষার্থী ও বন্ধু সাংস্কৃতিক পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম ও শিক্ষার্থী তাপস চন্দ্র দে কে সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়।
সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, ফয়সাল আহমেদ শাহিন, ফরহাদ হোসেন, আব্দুর রহিম, সাজেদুল আলম সেন্টু, কামরুজ্জামান সোহাগ, সাইদুজ্জামান দুদু, আবুল হোসেন, আলামিন হোসেন প্রমূখ।
আপনার মতামত লিখুন :