চিকুনগুনিয়া প্রতিরোধে ৩৭০০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭ তম বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আধুনিকায়ন, পরিচ্ছন্নতা এবং আইসিইউর সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়। এ ছাড়া গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগস লিমিটেডের তৃতীয় শাখা স্থাপন প্রকল্পে পানি শোধনাগার স্থাপনের সুপারিশ করে কমিটি। বৈঠকে চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রশংসা করা হয়। সংসদীয় কমিটি ১৯টি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে আবাসিক বেসরকারি চিকিৎসকদের জন্য মাসিক জনপ্রতি ২০ হাজার টাকা সম্মানি দেওয়ার সুপারিশ করে।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মো. ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী ও সেলিনা বেগম অংশ নেন।
আপনার মতামত লিখুন :