শনিবার পুরস্কার, সার্টিফিকেট বিতরণ ও বাউল গানের মধ্য দিয়ে মুক্তাগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার সমাপনী হয়। গত ১৯ জূলাই ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়নের সভাপতিত্বে সমাপনী দিনে স্টলে অংশগ্রহনকারীদের পুরষ্কার ও সার্টিফিকেট বিতরন, বাউল গানের আয়োজন করা হয়। মেলায় ১১০ টি স্কুল ও প্রতিষ্ঠানের মাঝে ফলদ দেশীয় চারা, কৃষকদের মাঝে মাল্টার চারা উপজেলা পরিষদ ও ওয়াল্ড ভিশনের উদ্যোগে বিতরন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ময়মনসিংহ ।
আপনার মতামত লিখুন :