মুক্তাগাছায় ময়মনসিংহ জেলা পরিষদ স্থাপনা পরিদর্শন


F.Taj প্রকাশের সময় : জুলাই ২২, ২০১৭, ৮:৪০ PM / ৬৯
মুক্তাগাছায় ময়মনসিংহ জেলা পরিষদ স্থাপনা পরিদর্শন

ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তির আমন্ত্রণে মুক্তাগাছায় ময়মনসিংহ জেলা পরিষদ স্থাপিত বিভিন্ন কার্যালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।

শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের শিক্ষা প্রতিষ্ঠান আব্বাসিয়া কামিল মাদ্রাসা, জেলা পরিষদ স্থাপিত নন্দীবাড়ি অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার, ডাকবাংলো, পৌর সাধারণ পাঠাগার ও সনাতন ধর্মালম্বিদের ৫৬ প্রহর মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে এমপি সালাহউদ্দিন মুক্তি ও জেলা পরিষদ যৌথ ভাবে উল্লেখিত স্থাপনা সমূহ সংস্কার ছাড়াও প্রত্যেক ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অনুদানের আশ্বাস দেন।

পরিদর্শন

এসময় জেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মমতাজ উদ্দিন মুন্তা, ভাইস-চেয়ারম্যান মাহবুবুল হক সায়েম, সদস্য বেগম জোসনারা মুক্তি, মুক্তাগাছা থানার ওসি আখতার মোর্শেদ, মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজিজুল হক ইদু, সত্যস্বপন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন নেতৃবৃন্দসহ জেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।