মুক্তাগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


F.Taj প্রকাশের সময় : জুলাই ১১, ২০১৭, ১১:৪০ AM / ১৩০
মুক্তাগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পরিবার পরিকল্পনাঃ জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মুক্তাগাছা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছার সহযোগিতায় মঙ্গলবার সকালে র‌্যালী শেষে শহীদ হযরত আলী অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন।

মুক্তাগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
মুক্তাগাছায় বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ বি মোঃ শামছুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) দীপায়ন দাস শুভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলী আমজাদ দপ্তরী, ওয়ার্ল্ড ভিশন টেকনিক্যাল অফিসার আরিফূল ইসলাম কল্লোল প্রমূখ।