মুক্তাগাছায় ভিজিএফের চাল বিতরণে এমপি মুক্তির আকস্মিক পরিদর্শন


Tajul প্রকাশের সময় : জুলাই ১০, ২০১৭, ২:৩১ PM / ৯৩
মুক্তাগাছায় ভিজিএফের চাল বিতরণে এমপি মুক্তির আকস্মিক পরিদর্শন

মুক্তাগাছায় ভিজিএফের চাল বিতরণে এমপি মুক্তির আকস্মিক পরিদর্শন। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি আকস্মিকভাবে সোমবার দুপুরে মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের কার্ডধারী দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে উপস্থিত হয়ে নিজে তদারকি করেন।মুক্তাগাছায় ভিজিএফের চাল বিতরণে এমপি মুক্তির আকস্মিক পরিদর্শন

জানা যায়, দুঃস্থদের হক ১০ কেজি করে সঠিক মাপ নিশ্চিতকরণ ও সকল অনিয়ম ঠেকাতেই তার আকস্মিক পরিদর্শন। এ সময় উপসিথত ছিলেন পি আই ও সিরাজুল ইসলাম সিদ্দিকী, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লেবু, ট্যাগ অফিসার ফারুক হোসেন প্রমূখ। সেখানে এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি নিজ হাতে সঠিক মাপ নিশ্চিত করে কয়েক জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করে এবং দীর্ঘসময় সেখানে অবস্থান করেন। তার উপস্থিতি আগত বয়স্ক মহিলারা আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেন। এ সময় তিনি আগতদের উদ্দেশ্যে বলেন আমি মুক্তাগাছার সন্তান, মুক্তাগাছার মাটিতে জন্মেছি ও বেড়ে উঠেছি। আপনাদের যে কোন প্রয়োজনে আমার দুয়ার ২৪ ঘন্টায় খোলা থাকে। আপনারা কোন দ্বিধা না করে সরাসরি আমার কাছে চলে আসবেন। আমি আপনাদের সুখে ও দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি এ প্রতিনিধিকে জানান, গরীবের হক এই ভিজিএফের চাল বিতরণে কোন অনিয়মের ঘটনা ঘটলে অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।